চটজলদি উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক পাওয়ার উপায়

অফিস থেকে বাড়ি ফিরেই শুনলেন রাতে বরের সাথে দাওয়াতে যেতে হবে। কিন্তু শেষবার ফেসিয়াল করেছেন প্রায় মাসখানেক আগে। তার ওপর সারাদিনের ক্লান্তি। এভাবে কি আর দাওয়াতে যাওয়া যায়। এরকম ত্বকে মেকআপ করলেও সেটা ভালোভাবে বসবে না। খুব একটা সময়ও হাতে নেই। তাহলে উপায়? আপনার হাতের কাছেই রয়েছে এমন কিছু উপাদান যেগুলো ত্বকের জেল্লা ফিরিয়ে আনে কয়েক মিনিটেই। ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বককে উজ্জ্বলও করে তোলে ।

এই প্যাকগুলো লাগানোর আগে হালকা হাতে ২/১ মিনিট স্ক্রাব করে নিন মুখটা। কেননা ত্বকের ডেডসেল থাকলে যতকিছুই করা হোক না কেন, ত্বককে নির্জীব মনে হবে।

(১) টকদই

আমার নিজের মতে টকদই ত্বকের সবচেয়ে ভাল বন্ধু। আর কিছু হাতের কাছে না থাকলে মুখটা ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়ে টকদই মেখে নিন সারা মুখে । ১৫ মিনিট পরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। ত্বকে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে।

(২) কলা ও মধুর ফেসপ্যাক

শুষ্ক ত্বকের জন্য এটা খুবই উপকারি একটা প্যাক। একটা কলা ভালোভাবে ম্যাশ করে নিয়ে তাতে ২ চামচ মধু মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *