ক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো উপায় আছে? সত্যি বলতে স্ট্রেচ মার্কস একবারে দূর করা সম্ভব হয় না। কিছু উপাদান ব্যবহারের মাধ্যমে শুধু একে ফেইড করা যায়। আর এর জন্য অ্যালোভেরা বেশ কার্যকর। আপনি কি কখনো এটি ব্যবহার করেছেন নাকি কীভাবে ব্যবহার করবেন তা নিয়ে কনফিউশনে আছেন? চলুন তাহলে এই কনফিউশন আজ ক্লিয়ার করা যাক। স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কীভাবে ব্যবহার করা যায় সেটাই জানাবো আজকের আর্টিকেলে।

স্ট্রেচ মার্কস কী ও কেন হয়?
কোলাজেন বা ইলাস্টিসিটি কমে যাওয়ার জন্য ত্বকে তৈরি হওয়া এক ধরনের দাগ হচ্ছে স্ট্রেচ মার্কস। এতে শরীরের বিভিন্ন জায়গায় সাদাটে বা লালচে ফাটা ফাটা দাগ দেখা যায়। প্রথমদিকে ত্বক যখন ফেটে যাওয়া শুরু করে তখন এটি দেখতে কিছুটা লালচে বা গোলাপি লাগে। ধীরে ধীরে দাগের রঙ সাদাটে হয়ে আসে। প্রেগনেন্সিতে পেট, ব্রেস্ট এবং শরীরের বেশ কিছু অংশে এমন দাগ হতে পারে। আবার অনেকের ঊরু, কোমরের অংশ, পেটের নিচের সাইডে ফাটা দাগ থাকে। ফাটা দাগে ব্যথা বা চুলকানি থাকে না। ছেলে মেয়ে উভয়ের এই সমস্যা হতে পারে। স্ট্রেচ মার্কস হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। যেমন-
- বংশগত
- অস্বাভাবিক ওজন বৃদ্ধি বা হ্রাস
- গর্ভধারণের শেষে পেটের চামড়া পাতলা হয়ে যাওয়া
- হরমোনজনিত সমস্যা
- স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহার ইত্যাদি