নস্ক্রিন অ্যাপ্লাইয়ের পর সেটা ত্বকে ভেসে ভেসে থাকে? কিছুক্ষণ পরই স্কিন অয়েলি হয়ে যায়? আর এই হোয়াইট কাস্ট ও গ্রিজিনেস এর ভয়ে সানস্ক্রিন ব্যবহার করতেই যেন আমাদের অনীহা! তাই না? চিন্তা নেই, আজ জানাবো এমন একটি লাইট ওয়েট ও নন গ্রিজি সানস্ক্রিন সম্পর্কে যা বাংলাদেশি আবহাওয়ার জন্য স্পেশালি ফর্মুলেটেড।
সানস্ক্রিন নিয়ে আমাদের কিছু কমন কমপ্লেইন
- সানস্ক্রিন অ্যাপ্লাই করলেই স্কিনে কেমন যেন হেভি ফিল হয়
- একনে ব্রেকআউটস দেখা দেয়
- ত্বকে সানস্ক্রিন ভালোভাবে অ্যাবসর্ব হয় না
- স্কিনটা কেমন যেন কালচে ও তেলতেলে লাগে
- ফেইস একটু বেশিই ঘামে
আমি শিওর, অধিকাংশ মানুষই এই অভিযোগগুলো করবে সানস্ক্রিন নিয়ে! তবে আমি আজ এমন একটি সানস্ক্রিন নিয়ে কথা বলবো যেটা ব্যবহার করলে আপনার এই ধরনের কোনো কমপ্লেইন থাকবে না। বলছি Rajkonna Sunscreen SPF 40 PA+++ এর কথা! আমার রিসেন্ট ফেবারিট এই সানস্ক্রিনটি নিয়ে রিভিউ শেয়ার না করলেই নয়। খুব সংক্ষেপে আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করে ফেলি তাহলে।