ড্যানড্রাফ প্রবলেম! চুলে তেল দিলে খুশকি বেড়ে যাবে না তো?

বাইরে যাওয়ার সময় গাঢ় রঙের পোশাক পছন্দ করলেন ঠিকই, কিন্তু পরার পরই দেখলেন কাঁধের উপর ড্যানড্রাফ ঝরে পড়েছে। যতটা না অস্বস্তিতে ভুগছেন, ততটাই নিজের উপর বিরক্ত হচ্ছেন। ভাবছেন, স্ক্যাল্প হাইড্রেটেড রেখে ড্যানড্রাফ কমানোর এত চেষ্টা করার পরও কেন এগুলো দূর হচ্ছে না? আপনার মতো অস্বস্তিতে অনেকেই ভুগছেন। অনেকেই ভাবেন, যেহেতু ড্যানড্রাফ ড্রাই স্ক্যাল্প থেকে হয়, তাই স্ক্যাল্প ময়েশ্চারাইজড রাখার জন্য বার বার চুলে তেল দিতে হবে। ফলে খুশকি সমস্যা আরও বাড়তে থাকে। তাহলে কি চুলে একদমই তেল দিবেন না? কি কনফিউশনে পড়ে গেলেন তো? এই কনফিউশন ক্লিয়ার করতে এবং ড্যানড্রাফ প্রবলেম সল্যুশনে হেয়ার অয়েলিং কার্যকর কিনা সে সম্পর্কেই আজ আমরা জানবো।

ড্যানড্রাফ কী?

চুলে তেল দিলে খুশকি বেড়ে যায় কিনা সেটা জানার আগে ড্যানড্রাফ কেন হয় সে সম্পর্কে একটু জেনে নেয়া যাক। ড্যানড্রাফ একটি কমন ইনফ্ল্যামেটরি স্ক্যাল্প কন্ডিশন। এটি মাইল্ড থেকে সিভিয়ার হতে পারে। বিশেষত সেবোরেইক ডার্মাটিটিস (Seborrhoeic Dermatitis) বা ফাঙ্গাসজনিত কারণই এই সমস্যা সৃষ্টির জন্য দায়ী। আমাদের স্ক্যাল্পে যে সেলগুলো আছে সেগুলো প্রতি মাসে রিজেনারেট হতে থাকে। অর্থাৎ স্ক্যাল্পের গভীর থেকে নতুন সেল উপরে উঠে আসে এবং পুরনোগুলো ঝরে যায়। এই ঝরে পড়া সেলগুলো ক্লিন না করলেই খুশকি তৈরি হয়। শীতকালে ড্যানড্রাফ প্রবলেম কমন হলেও অনেকে সারা বছরও ভোগেন।

ড্যানড্রাফ প্রবলেম কেন হয়?

আমাদের প্রতিদিনের লাইফস্টাইল, খাওয়াদাওয়াসহ নানা কারণে ড্যানড্রাফ প্রবলেম দেখা দিতে পারে। চলুন জেনে নেই যে যে কারণে এই সমস্যা হতে পারে-

  • চুল নিয়মিত পরিষ্কার না করা
  • ম্যালাসেজিয়া নামক ফাঙ্গাসের পরিমাণ বেড়ে যাওয়া
  • অস্বাস্থ্যকর খাবার খাওয়া
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
  • স্ট্রেস ও হরমোনাল ইস্যু
  • আবহাওয়ার পরিবর্তন
  • শুষ্ক ত্বক
  • হেয়ার কেয়ার প্রোডাক্টে সেনসিটিভিটি থাকলে

হেয়ার অয়েলিং কি ড্যানড্রাফ বাড়িয়ে দেয়?

ড্যানড্রাফ হওয়ার নানা কারণ তো জানা হলো। কিন্তু একবার যখন এই সমস্যা হয়েই যায়, তখন এটি সল্যুশনের উপায় কী? অনেকে ড্যানড্রাফ প্রবলেম বাড়বে বলে একদমই চুলে তেল দেয়া বন্ধ করে দেন, আবার কেউ ঠিক এর উল্টোটা করেন। অর্থাৎ স্ক্যাল্প ড্রাই হয়ে যাওয়ার আশঙ্কায় হেয়ার অয়েলিং এর মাত্রা বাড়িয়ে দেন। সত্যি বলতে দুটো কাজের কোনোটাই খুশকি কমায় না। চুলে তেল দিলে বাহির থেকে ধুলো ময়লা চুলে আটকে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে বেশি বেশি তেল দিলে স্ক্যাল্পে জমে থাকা ডেড সেলসের সাথে এই ময়লা জমে সেখান থেকে ইচিনেস হতে পারে, দেখা দিতে পারে ড্যানড্রাফ। আবার একদমই তেল না দিলে স্ক্যাল্প হয়ে যেতে পারে ড্রাই। সেখান থেকেও হয় খুশকির সমস্যা। তাহলে এর সমাধান কী?

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *